ABP Ananda LIVE: ইদের সভা মঞ্চের পর আজ ফের মুখ্য়মন্ত্রীর গলায় উঠে এল দাঙ্গার প্রসঙ্গ। বললেন, ''আমার অনুরোধ থাকবে সকলের কাছে, শান্তি বজায় রাখুন। দয়া করে দাঙ্গা করে অশান্তি করার চেষ্টা করবেন না। এটা আপনাদের গেম প্ল্য়ান। দাঙ্গা করে কেউ কোনওদিন কিছু করতে পারেনি এবং পারবেও না।'' অন্য়দিকে দেড় কোটি হিন্দুকে পথে নামানোর আহ্বান জানিয়ে বিরোধী দলনেতা বললেন, ''কয়েকদিন পরই রামনবমী, শক্তি দেখাবেন তো?'' অন্য়দিকে মুখ্য়মন্ত্রীর মন্তব্য়ের প্রেক্ষিতে কংগ্রেসের প্রশ্ন, দাঙ্গার প্ররোচনা সংক্রান্ত তথ্য় থাকলে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না?আরও খবর..